আমরা চাই আপনার কেনাকাটার অভিজ্ঞতা নির্ভরযোগ্য ও স্বস্তিদায়ক হোক। তাই, আমাদের সহজ রিটার্ন ও রিফান্ড নীতিমালা অনুসরণ করে আপনি নিশ্চিন্তে কেনাকাটা করতে পারেন।
রিটার্ন নীতিমালা:
ডেলিভারির সময় ডেলিভারি ম্যানের সামনে পণ্য চেক করার সুযোগ রয়েছে। যদি পণ্য পছন্দ না হয়, তাহলে শুধু ডেলিভারি চার্জ পরিশোধ করে পণ্যটি ফেরত দিতে পারবেন।
ঢাকার ভেতর: ৬০ টাকা
ঢাকার বাইরে: ১৩০ টাকা
ডেলিভারি ম্যান চলে যাওয়ার পর কোনো রিটার্ন বা রিফান্ড গ্রহণযোগ্য নয়।
নিম্নলিখিত কারণে পণ্য ফেরত দেওয়া যাবে:
পণ্য ক্ষতিগ্রস্ত (ফাটা/ভাঙা) বা ত্রুটিপূর্ণ হলে।
ভুল পণ্য, ভুল আকার/রঙ ডেলিভারি হলে।
পণ্য অসম্পূর্ণ বা বিজ্ঞাপনের বিবরণের সাথে না মিললে।
রিফান্ড পলিসি:
রিটার্ন নীতিমালা অনুসারে ফেরত দেওয়া পণ্যের মূল্য ফেরত পাওয়া যাবে।
রিফান্ড প্রক্রিয়া শুরু হবে যখন পণ্য আমাদের কাছে ফেরত আসবে ও যাচাই করা হবে।
রিফান্ডের অর্থ বিকাশ এর মাধ্যমে প্রদান করা হবে।
বাতিলকৃত অর্ডারের অর্থ স্বয়ংক্রিয়ভাবে ফেরত দেওয়া হবে।
GiftyGo আপনাকে সেরা সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। কেনাকাটার আগে আমাদের নীতিমালা দেখে নিশ্চিন্তে শপিং করুন! 😊